ঐকমত্য ছাড়া নির্বাচন হলে গৃহযুদ্ধের আশঙ্কা: শামীম হায়দার পাটোয়ারী

Nov 2, 2025 - 00:56
 0  2
ঐকমত্য ছাড়া নির্বাচন হলে গৃহযুদ্ধের আশঙ্কা: শামীম হায়দার পাটোয়ারী

দেশকে রক্ষায় রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, বিপুলসংখ্যক মানুষকে বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে কর্মী সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, “দেশকে বাঁচাতে গেলে ঐকমত্য সৃষ্টি করতে হবে। বিপুলসংখ্যক মানুষকে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে।”

তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টিকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। “সুষ্ঠু ভোটের নিশ্চয়তা পেলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে,” বলেন তিনি।

জাপা মহাসচিব আরও বলেন, “গত ১১ বছর জাতীয় পার্টি স্বাধীন ছিল না। নির্দলীয় অ্যাকাউন্টেবল সরকার ছাড়া দলকানা প্রশাসন দিয়ে দেশে নির্বাচন সম্ভব নয়।”

অর্থনৈতিক ও সামাজিক সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, “গত এক বছরে ১৪০ জন মবের কারণে মারা গেছে। অর্থনৈতিক সংকট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই প্রশাসনিক ছক আঁকা হয়েছে নির্বাচনের জন্য, যা গ্রহণযোগ্য নয়।”

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির রংপুর মহানগর, জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি সংগৃহিত


What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0