আদালতের স্থগিতাদেশে থমকে গেল চট্টগ্রাম চেম্বার নির্বাচন

Nov 2, 2025 - 01:08
 0  0
আদালতের স্থগিতাদেশে থমকে গেল চট্টগ্রাম চেম্বার নির্বাচন

আগামী শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে স্থগিত হয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন।

২০১৩ সালের পর এ বছরই প্রথম ভোটের মাধ্যমে নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে একাধিক মেয়াদ ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছিল চেম্বারটি।

চেম্বার সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর ব্যবসায়ী মোহাম্মদ বেলালের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ—এই দুই শ্রেণিকে বাদ দিয়ে নির্বাচন পরিচালনার নির্দেশ দেন। পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয় ২২ অক্টোবর এ আদেশের বিরুদ্ধে আপিল করে।

শনিবার (১ নভেম্বর) আপিল শুনানির পর সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ হাইকোর্টে দায়ের করা রিট দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন এবং রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন।

রিটকারী ব্যবসায়ী মোহাম্মদ বেলালের পক্ষে আইনজীবী নিহাদ কবির জানান, “হাইকোর্টে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে। আদালত দুই সপ্তাহের মধ্যে রিট নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।”

চেম্বারের নির্বাচনী কাঠামো অনুযায়ী, ব্যবসায়ীদের ভোটে ১২ জন সাধারণ শ্রেণিতে, ৬ জন সহযোগী শ্রেণিতে এবং ৩ জন করে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে পরিচালক নির্বাচিত হন। পরে পরিচালকদের ভোটে সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচিত করা হয়।

চেম্বার সূত্র জানিয়েছে, তদন্তে আটটি ট্রেড ও টাউন গ্রুপ অকার্যকর প্রমাণিত হয়। এর মধ্যে চারটি টাউন অ্যাসোসিয়েশন হলো পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী ও রাঙ্গুনিয়া অ্যাসোসিয়েশন অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। আর চারটি ট্রেড গ্রুপ হলো চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্পমালিক গ্রুপ, চট্টগ্রাম টায়ার টিউব ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস গ্রুপ, চিটাগাং ডাইস অ্যান্ড কেমিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার গ্রুপ এবং চিটাগাং মিল্ক ফুড ইমপোর্টার্স গ্রুপ।

এই অকার্যকর গ্রুপগুলোর সদস্যদের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়ে এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালেও অভিযোগ করেছিলেন রিটকারী ব্যবসায়ী মোহাম্মদ বেলাল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0