কিশোরগঞ্জে কুলিয়ারচরে পুকুর দখল ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

Oct 25, 2025 - 22:02
Oct 25, 2025 - 22:07
 0  6
কিশোরগঞ্জে কুলিয়ারচরে পুকুর দখল ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের মনোহরপুর এলাকায় পুকুর দখল ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পশ্চিম তারাকান্দি গ্রামের মৃত সেকান্দর আলী মাস্টারের ছেলে ভুক্তভোগী মো. নোমান মিয়া।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাজরা বাসস্ট্যান্ডে অবস্থিত বাজরা তারাকান্দি বাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নোমান মিয়া বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, সম্প্রতি এক প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার সম্পর্কে ভ্রান্ত তথ্য প্রচার করে সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন।

নোমান মিয়া আরও বলেন, “আমাকে জড়িয়ে বিভিন্ন মাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি। আমি কারও পুকুর দখল করিনি কিংবা কারও কাছ থেকে চাঁদা দাবি করিনি। মিথ্যা অভিযোগ এনে আমার ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।”

তিনি দাবি করেন, মনোহরপুর এলাকায় উক্ত পুকুরের একটি অংশ তিনি নিজে ক্রয় করেছেন এবং বাকি অংশ অন্য মালিকদের কাছ থেকে লিজ নিয়েছেন। তার ভাষায়, “হানিফ মিয়ার গোষ্ঠী এই পুকুরের প্রকৃত মালিক নয়। তারা আগের সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুকুরটি ভোগ দখল করেছিল। এখন তারা সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে।”

নোমান মিয়া আরও বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি জোরপূর্বক পুকুর দখল করেছি বা চাঁদা দাবি করেছি, তাহলে আমি আইনগত শাস্তি মেনে নেব। তবে যেসব মিথ্যা সংবাদ আমার বিরুদ্ধে প্রচার করা হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, প্রকৃত ঘটনা তদন্ত করে মিথ্যা প্রচারণাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজরা তারাকান্দি বাজার বণিক সমিতির সভাপতি মো. মহরম আলী মেম্বার, উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাইফুল ইসলাম লিটন, রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাফি উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও এলাকাবাসী।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0