কিশোরগঞ্জের কুলিয়ারচরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কুলিয়ারচর বিএনপির মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলিয়ারচর উপজেলা, পৌর ও কলেজ শাখা।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম।
সভায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান নাজিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল মিল্লাত সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহ আলম , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ফারুকুল ইসলাম ফারুক,
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মোঃ ইমরান খান, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ।
সভায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।