জাতীয় প্রেসক্লাব, ঢাকা — জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। তিনি এই মন্তব্য করেন জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে।

Oct 28, 2025 - 23:34
 0  0
জাতীয় প্রেসক্লাব, ঢাকা — জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী  বলেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। তিনি এই মন্তব্য করেন জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে।

পাটওয়ারী বলেন, “আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে। বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে। এখন দেখি আসিফ নজরুল কোর্টে কত বড় বল ফেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এখন দেখি উনি বাংলাদেশের মানুষের প্রয়োজনটা কতটুকু পূরণ করে দিতে পারেন।”

তিনি আরও অভিযোগ করেন যে দেশে সংস্কারকে অবহেলা করা হচ্ছে এবং ক্ষমতাসীন কিছু রাজনীতিবিদ আন্দোলন ও মানুষের কষ্টকে ‘হাস্যকর’ হিসেবে উপহাস করেছেন। পাটওয়ারী আরও বলেন, রানা প্লাজা দুর্ঘটনার সময় ও পরে জনআন্দোলনের সময় মন্ত্রি-এমপিরা কিভাবে আচরণ করেছিল—তার স্মৃতি এখনও জনগণের মনে আছে।

নাসীরুদ্দীন বলেন, “বাংলাদেশের যে সব পলিটিশিয়ানদের খুব হাসতে ইচ্ছে করে, আপনারা আমাদের কাছে আসবেন; আমরা আপনাদের হাসি বন্ধ করে কান্না ছুটিয়ে দেবো। যথেষ্ট হয়েছে, যথেষ্ট ধৈর্য ধারণ করেছি।” তিনি সাবেক কিছুকে স্মরণ করিয়ে দিয়ে শক্ত প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এনসিপি নেতা দেশের সৈনিকদের কাজের প্রশংসা করে সরকারকে তাদের পুরস্কার ও বেতনভাতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “সৈনিক যারা রয়েছেন, তাদের পুরস্কৃত করুন। তাদের মুখ শুকিয়ে গেছে সারাদিন ডিউটি করে, একটার পর একটা সমস্যা সমাধান করে যাচ্ছে।” একই সঙ্গে তিনি বলেন, এনসিপি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতি করবে এবং তাদের প্রক্রিয়া থেকে কাউকে অন্য জায়গায় ঠেলে দেবার চেষ্টা করা যাবে না।

পাটওয়ারী সরকারের সমালোচনায় বলেন, “রাষ্ট্রের একটি সিস্টেমেরও কোনো পরিবর্তন হয়নি। এই গণ অভ্যুত্থানে আহতরা পর্যন্ত চিকিৎসা পান না।” তিনি ক্ষমতাসীনদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন — ভবিষ্যতে সংস্কার করবেন বলছেন, তাহলে আজই কেন সংস্কারের প্রস্তাবগুলোতে সাইন করেন না এবং কেন তা বাস্তবায়নের উদ্যোগ নেই?

সমাপনীতে নাসীরুদ্দীন বলেন, বাংলাদেশের তরুণরা এই বিষয়ে যথেষ্ট সচেতন; তারা ‘কলা দেখানো’ মানে কোনোভাবেই মেনে নেবে না বলে সতর্ক করে দেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0