টানা তৃতীয়বার জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন নোশিন আনজুম
৪৩তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন।
এগারো রাউন্ড শেষে নোশিন অর্জন করেন সাড়ে আট পয়েন্ট। শুক্রবার (১ নভেম্বর) অনুষ্ঠিত শেষ রাউন্ডে তিনি দলেরই মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবুর সঙ্গে ড্র করেন। সেই ড্র-ই তাকে নিশ্চিত করে চ্যাম্পিয়নশিপের শিরোপা।
এর মাধ্যমে নোশিন আনজুম দেশের মহিলা দাবায় নিজের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠা করলেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0