পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৬ অক্টোবর) এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৯ জন এবং অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে দুই এডিশনাল এসপির বদলির আদেশও বাতিল করা হয়েছে।

Oct 27, 2025 - 01:33
 0  2
পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৬ অক্টোবর) এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৯ জন এবং অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে দুই এডিশনাল এসপির বদলির আদেশও বাতিল করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এই বদলির প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপন অনুযায়ী,

  • এসবির এম এম হাসানুল জাহীদকে রাজশাহীর সারদায়,

  • পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে,

  • টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়াকে সিআইডিতে,

  • গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে,

  • ডিএমপির মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে,

  • পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবালকে সিআইডিতে,

  • পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে,

  • এপিবিএনের উক্য সিংকে পিবিআইতে এবং

  • মিশন থেকে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে,

  • রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটনে,

  • শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এ ছাড়া,

  • পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং

  • র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই রদবদলকে প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0