বিএনপির চাঁদাবাজির টাকাতেই গণভোট সম্ভব: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

Nov 2, 2025 - 00:53
 0  1
বিএনপির চাঁদাবাজির টাকাতেই গণভোট সম্ভব: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি নেতাদের চাঁদাবাজির অর্থ দিয়েই গণভোট আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। ৫ আগস্টের পরে বিএনপির একটি আসনের প্রার্থী যেই টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে। আর ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করছে, ওই টাকাতেও একটি গণভোট করা সম্ভব।”

তিনি বলেন, “গণভোট নিয়ে বিএনপির বক্তব্য আসলে অজুহাত মাত্র। জনগণ এখন পরিবর্তন চায়— বিএনপি তা জানে বলেই তারা গণভোট এড়িয়ে যেতে চায়।”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0