বিশ্বকাপ দলে কেন জায়গা হয়নি গিলের, জানাল অধিনায়ক-নির্বাচক

Dec 20, 2025 - 17:30
 0  0
বিশ্বকাপ দলে কেন জায়গা হয়নি গিলের, জানাল অধিনায়ক-নির্বাচক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার (২০ ডিসেম্বর) দল ঘোষণার লক্ষ্যে বৈঠকে বসে অজিত আগারকারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। ছিলেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও।

বিশ্বকাপের দলে বড় চমক রেখেছেন নির্বাচকরা। দলে জায়গা হয়নি শুভমান গিলের। কেন বিশ্বকাপ দলে জায়গা হয়নি তারকা এই ব্যাটারের সেটির ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক ও অধিনায়ক।

নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার জানান, বাজে ফর্মের কারণেই ঘোষিত দলে জায়গা হয়নি গিলের। তিনি বলেন, ‘সম্প্রতি ব্যাট হাতে গিল রান পাচ্ছিল না। আর যেহেতু তাকে দলে নেওয়া হয়নি, তাই আমাদের একজন সহঅধিনায়কও প্রয়োজন ছিল।’

তবে ভারতের অধিনায়ক গিলকে না রাখার কারণ হিসেবে তার সাম্প্রতিক পারফরম্যান্সের কথা বলেননি। সূর্যকুমার যাদবের দাবি, টিম কম্বিনেশনের বাদ পড়ছেন গিল। ভারতের অধিনায়ক বলেন, ‘এখানে পারফরম্যান্সের বিষয় নয়, কম্বিনেশনের বিষয়। আমরা উপরের দিকে একজন উইকেটরক্ষক-ব্যাটার চাচ্ছিলাম। গিলের সামর্থ্য নিয়ে আমাদের সন্দেহ নেই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিষাণ (উইকেটরক্ষক)

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0