রাজধানীতে প্রেমঘটিত বিরোধে হত্যার অভিযোগ

Oct 26, 2025 - 01:31
 0  0

রাজধানীর বংশাল আগামাছি লেনের একটি বাসায় ডেকে নিয়ে মো. সজিব (১৯) নামে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ওই এলাকার ৯৩/১ নম্বর বাসার চতুর্থ তলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিঁড়ির সামনে উপুড় হয়ে পড়ে থাকা সজিবের মরদেহ উদ্ধার করে। তার গলায় জিআই তার প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই দুলাল হক আরও বলেন, ভবনের চতুর্থ তলায় শুধু একটি পরিবার বসবাস করত। বাকি অংশ গুদামঘর হিসেবে ব্যবহৃত হতো। ঘটনাস্থলের ওই ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

নিহত সজিবের স্বজনদের দাবি, বিকেলে এক মেয়ের ফোন পেয়ে সজিব ওই বাসায় যায়। পরে মেয়ের পরিবারের সদস্যরা তাকে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই মেয়ের সঙ্গে সজিবের কয়েক বছর ধরে সম্পর্ক ছিল, যা দুই পরিবারের কেউই মেনে নেয়নি।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে বংশাল থানা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0