শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চের একাধিক কর্মসূচি আজ

Dec 22, 2025 - 13:54
 0  0
শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চের একাধিক কর্মসূচি আজ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার একাধিক কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে সংবাদ সম্মেলন ও পরে শাহবাগ থেকে শহীদ মিনার অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

ইনকিলাব মঞ্চ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় শাহবাগে সংগঠনটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। এরপর বিকেল ৩টা থেকে শাহবাগ থেকে শহীদ মিনারের দিকে বিক্ষোভ মিছিল শুরু হবে।

এর আগে রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, বিপুল জনসমাগম ও উচ্চকিত সম্মতির মধ্য দিয়ে ঘোষিত সংগঠনটির দুই দফা দাবির একটিও বাস্তবায়ন হয়নি। একই সঙ্গে অভিযোগ করা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে কোনো ব্যাখ্যা দেননি।

ওই পোস্টে আরও দাবি করা হয়, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়নি এবং এসব সংস্থায় থাকা ‘হাসিনার চরদের’ গ্রেপ্তার করা হয়নি। অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে তুচ্ছ ও গুরুত্বহীন হিসেবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

এরপর রাত ১০টা ৫৪ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। কিছুক্ষণ পর রাত সোয়া ১১টার দিকে আরেকটি পোস্টে সংগঠনটি জানায়, ‘খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না।’

শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবেই আজকের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0