সরকার তিনটি দলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে— এমন অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, সরকারের এ আচরণ নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নষ্ট করছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মাসিক বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, “লন্ডনে বিশেষ একটি দলের সঙ্গে বৈঠক করা, জাতিসংঘে তিনটি দলকে নিয়ে যাওয়া এবং তাদের বিশেষ গুরুত্ব দেওয়ার মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মনে পক্ষপাতমূলক ধারণা তৈরি হচ্ছে। এতে নির্বাচনের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে।”
তিনি বলেন, নির্বাচনকালীন সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণ করতে হবে। কিন্তু বর্তমান সরকারের পক্ষপাতমূলক আচরণ মাঠপর্যায়ে কর্মকর্তাদের প্রভাবিত করছে, যা আসন্ন নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে।
দেশে অস্থিতিশীলতার চেষ্টা চলছে দাবি করে রেজাউল করীম বলেন, “ধারাবাহিক অগ্নিকাণ্ড ও ধর্মীয় উসকানির ঘটনা ঘটছে। সরকারকে এসব বিষয়ে সতর্ক থেকে নিরপেক্ষ তদন্ত করতে হবে।”
এ সময় তিনি জুলাই সনদের বাস্তবায়নপদ্ধতি দ্রুত চূড়ান্ত করা, তফসিলের আগে গণভোট আয়োজন এবং গণহত্যার বিচার দাবি করেন।
বৈঠকে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0