১৬ ডিসেম্বর চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)

Oct 29, 2025 - 22:03
 0  0

জাতীয় নিরাপত্তা সুরক্ষা, ম্যানুফ্যাকচারিং খাতে বিনিয়োগ রক্ষা এবং রাজস্ব আদায় নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকম বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব

তিনি বলেন, “সিস্টেমটি চালু হওয়ার পর শুধুমাত্র নিবন্ধিত সিমের সঙ্গে সমন্বিত নিবন্ধিত হ্যান্ডসেটগুলোই কার্যকর থাকবে। অনিবন্ধিত বা চোরাই ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।”

ফয়েজ আহমেদ তৈয়ব আরও বলেন, “এনইআইআর চালুর মাধ্যমে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোনের বৈধতা নিশ্চিত হবে। এতে জাতীয় নিরাপত্তা ও বিনিয়োগ সুরক্ষা যেমন বৃদ্ধি পাবে, তেমনি রাজস্ব আদায়ও বাড়বে।”

বিটিআরসি সূত্রে জানা গেছে, সিস্টেমটি চালুর পর মোবাইল অপারেটররা তাদের নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি ডিভাইসের আইএমইআই (IMEI) নম্বর যাচাই করবে। শুধুমাত্র বৈধভাবে নিবন্ধিত হ্যান্ডসেটগুলোই অপারেটরের নেটওয়ার্কে সেবা পাবে।

এই উদ্যোগের মাধ্যমে চোরাই মোবাইল ফোনের ব্যবহার রোধ, স্থানীয় ম্যানুফ্যাকচারিং শিল্পের সুরক্ষা এবং সরকারের রাজস্ব বৃদ্ধির পথ উন্মুক্ত হবে বলে আশা করছে বিটিআরসি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0