অ্যাটর্নি জেনারেল: শেখ হাসিনা পালিয়ে গেছেন, তবু প্রশাসন প্রতিশোধের পথে যায়নি
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে গেলেও বর্তমান প্রশাসন তার নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, “আমরা বলেছি, রক্তের বদলা রক্ত নয়; বাংলাদেশের মাটিতেই নির্যাতনের বিচার হবে।”
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
🔹 ‘রক্তের বদলা রক্ত নয়’
অ্যাটর্নি জেনারেল বলেন,
“আমাদের প্রশাসন ও নেতাকর্মীদের বলেছি—রক্তের বদলা রক্ত নয়, হাতের বদলা হাত নয়, পায়ের বদলা পা নয়। বাংলাদেশের মাটিতে সমস্ত নির্যাতনের বিচার হবে। কাউকে আমরা আইন হাতে তুলে নিতে দিইনি।”
🔹 ‘ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবেন না’
তিনি সতর্ক করে বলেন,
“যারা এখনো মনে করছেন সামনে ষড়যন্ত্র করবেন—সে সময় আপনারা পাবেন না।”
🔹 ‘শেখ হাসিনা বোনকে নিয়ে পালিয়ে গেছেন’
অ্যাটর্নি জেনারেল দাবি করেন,
“বাংলাদেশের জনগণ যখন ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়, তখন শেখ হাসিনা চাইলেই কারাগারে যেতে পারতেন কিংবা বিচারের মুখোমুখি হতে পারতেন। কিন্তু তিনি তা না করে পালিয়ে যাওয়ার আগে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের বিদেশে পাঠিয়ে দেন। নিজে ৫ আগস্ট বোনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে গেছেন। দলের লাখ লাখ নেতাকর্মীকে অরক্ষিত রেখে গেছেন।”
🔹 ‘১৭ বছরে ভোটাধিকার হরণ’
তিনি আরও বলেন,
“গত ১৭ বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল। এবারের নির্বাচনের লক্ষ্য হবে সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।”
তার মতে,
“এই নির্বাচন হবে উন্নয়ন ও স্থিতিশীল রাজনীতি প্রতিষ্ঠার নির্বাচন। এবারের নির্বাচন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।”
🔹 বিএনপি নেতাদের উপস্থিতি
গণসমাবেশে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0