উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরের সময় এ সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

Oct 25, 2025 - 20:57
Oct 25, 2025 - 20:58
 0  1
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরের সময় এ সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ অক্টোবর) হোয়াইট হাউস থেকে এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি চাই কিম জং উন জানুক যে যুক্তরাষ্ট্র সেখানে যাচ্ছে। আমি জানি না সাক্ষাৎ হবে কি না, তবে আমরা তাকে জানিয়েছি।”

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের লক্ষ্য যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা।

ট্রাম্প বলেন, তার সঙ্গে কিম জং উনের সম্পর্ক “খুবই ভালো”। দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৯ সালে, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদকালে।

তিনি আরও বলেন, সম্ভাব্য আলোচনার দরজা এখনো খোলা আছে এবং এই সফরের মাধ্যমে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র:- এএফপি

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0