এ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে গত মৌসুমের হারের প্রতিশোধ নিয়েছে রিয়াল মাদ্রিদ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে রিয়ালের পক্ষে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহাম, আর বার্সার একমাত্র গোলটি করেন ফেরমিন লোপেজ।
শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। ম্যাচের ২২ মিনিটে বেলিংহামের নিখুঁত পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। তবে ৩৭ মিনিটে ফেরমিন লোপেজের গোলে সমতায় ফেরে বার্সেলোনা।
বিরতির আগে বেলিংহাম ও এমবাপ্পের আরও দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ফলে প্রথমার্ধে রিয়াল এগিয়ে থাকে ২-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বার্সেলোনার একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক কোর্তোয়া। ৫১ মিনিটে এমবাপ্পের নেওয়া পেনাল্টি দারুণভাবে সেভ করেন বার্সার গোলরক্ষক সেজনি।
শেষ মুহূর্তে সমতায় ফেরার সুযোগ পান বার্সার জুলেস কুন্দে, তবে তার শটও রুখে দেন কোর্তোয়া। ইনজুরি টাইমে রদ্রিগোর ফ্রি কিকও জালের দেখা পায়নি।
ম্যাচের শেষ বাঁশি বাজতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। উত্তেজনা ছড়ানো এই ঘটনায় বার্সার মিডফিল্ডার পেদ্রি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0