গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় পার্টির বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, “জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনে গেলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে।”
রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা একসঙ্গে ছিলাম, আমাদের সবাইকে জাতীয় পার্টির বিষয়ে একটা ফয়সালা করতে হবে। কারণ, কিছুদিন আগে জি এম কাদের বলেছেন—আওয়ামী লীগ ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে পারে না। এমন কথা বলার পরও তিনি কিভাবে বাসায় নিশ্চিন্তে ঘুমাতে পারেন, তা আমার বোধগম্য নয়।”
তিনি আরও বলেন, “জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। তাদের সহায়তা নিয়েই আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছিল। নির্বাচনে সুযোগ পেলেই তারা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে আন্তর্জাতিকভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা করবে।”
বক্তব্যের শুরুতে নুর ’৭১ থেকে ২০২৪ পর্যন্ত সব গণআন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি অভিযোগ করেন, “গণ-অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ববরণকারী অনেক শহীদ পরিবারের সদস্য আজও আর্থিক সংকটে আছেন। চিকিৎসায় অবহেলার দায় সরকার এড়াতে পারে না। যথাসময়ে চিকিৎসা দিলে অনেকের পঙ্গুত্ব এড়ানো যেত।”
তিনি বলেন, “এই গণ-অভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দলের মাধ্যমে হয়নি। এতে সব দলের অবদান আছে। তবে রাজনৈতিক দলের চেয়ে বেশি কৃতিত্ব প্রাপ্য শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষ—যারা জীবন বিলিয়ে দিয়েছেন ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে।”
এ ছাড়া নুরুল হক নুর জানান, ২০২৩ সালের ২৮ অক্টোবরের পর থেকে বিএনপি নেতা সালাউদ্দিনের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। “তিনি বিভিন্ন সময়ে আমাদের পরামর্শ দিয়েছেন এবং বিএনপি ও ছাত্রদলের কর্মীরা আমাদের মিছিলে অংশ নিক—এমন নির্দেশও দিয়েছিলেন,” বলেন নুর। “এইভাবে তিনি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।”
অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0