জাতীয় নির্বাচনে বাম ঐক্য গড়ে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা

Oct 26, 2025 - 01:32
 0  0
জাতীয় নির্বাচনে বাম ঐক্য গড়ে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির তিন দিনব্যাপী সভা সম্পন্ন হয়েছে। সভা থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে নির্দলীয় রূপে পুনর্গঠনের দাবি জানানো হয়।

সভায় বলা হয়, নির্বাচনের পরিবেশ তৈরির জন্য ক্ষমতাসীন বা নবগঠিত রাজনৈতিক দলের পদাধিকারী, পরামর্শক, পৃষ্ঠপোষক ও দলীয় পরিচয়ে পরিচিত ব্যক্তিদের পদত্যাগ করতে হবে।

সভা থেকে ঘোষণা দেওয়া হয়, সিপিবি ও তার নেতৃত্বাধীন জোটসহ বামপন্থী, গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তি ঐক্যবদ্ধ প্রয়াসে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক তৎপরতা জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন এবং রাজনৈতিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ও নেতৃবৃন্দ।

সভা থেকে ঘোষণা করা হয়—
১৪ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ
৩১ অক্টোবর প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক কনভেনশন
২৮ নভেম্বর শ্রমজীবী মানুষের রাজনৈতিক কনভেনশন
৫ ডিসেম্বর নারী সমাজের রাজনৈতিক কনভেনশন
১৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ

সভা থেকে আহ্বান জানানো হয়, কর্তৃত্ববাদী দুঃশাসন ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণমানুষের ঐক্য ও সংগ্রামের ভিত্তিতে বাম-গণতান্ত্রিক বিকল্প সরকার গঠনের।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0