ঢাকা — জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রস্তাবিত গণভোটে যদি সংস্কারের বিপক্ষে ‘না’ পক্ষ জয়ী হয়, তবে সেটি জনগণের সিদ্ধান্ত হিসেবে মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজ।

Oct 28, 2025 - 23:39
 0  1
ঢাকা — জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রস্তাবিত গণভোটে যদি সংস্কারের বিপক্ষে ‘না’ পক্ষ জয়ী হয়, তবে সেটি জনগণের সিদ্ধান্ত হিসেবে মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণভোটে পাস না হলে গণভোট পাস হবে না। তার মানে জনগণ প্রত্যাখ্যান করেছে।”

অধ্যাপক রীয়াজ উদাহরণ হিসেবে লাতিন আমেরিকার দেশ চিলির কথা উল্লেখ করে বলেন, “প্রথমবার চিলিতে একটা সংবিধান তৈরি করে দেওয়া হলো গণভোটে, সেটা হারলো। কেউ কেউ বললেন, এটা অনেক বেশি দক্ষিণপন্থী হয়ে উঠেছিল অথবা বামপন্থী হয়ে উঠেছিল। তারপর আবার সংশোধন-সংযোজন করে পুনরায় গণভোটে দেওয়া হয়েছিল, আবারও ফেল করেছে। পাস না করলে তার মানে হচ্ছে জনগণ গ্রহণ করছেন না।”

তিনি আরও বলেন, “এ জন্য আমি বলছি, জনগণের ওপর আস্থা রাখুন। সবারই পক্ষপাত থাকতে পারে। আপনার অবস্থান ভিন্ন হতে পারে — আপনি দেবেন না ভোট, আমি দেবো বা আপনি দেবেন না। ফলে ‘এটা হলে কী হবে’ — এই বিবেচনা না করাই ভালো।”

অধ্যাপক আলী রীয়াজের মতে, গণভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং এতে জনগণের সিদ্ধান্তই চূড়ান্তভাবে সংস্কার কার্যক্রমের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0