ঢাকার নদীদূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প চূড়ান্ত: রিজওয়ানা
ঢাকার চারটি নদীর দূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় একটি প্রকল্প চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আশা প্রকাশ করেছেন, প্রকল্পটি ডিসেম্বরের মধ্যেই অনুমোদন পাবে।
শনিবার (২৫ অক্টোবর) গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী পরিদর্শন শেষে তিনি বলেন, “ঢাকা শহরের চারটি নদী নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে কথা বলে যে প্রকল্পটি চূড়ান্ত করেছি, আশা করি তা ডিসেম্বরেই পাস হবে। এতে পরিবেশ অধিদপ্তরের জন্য আলাদা বাজেট, জনবল ও যন্ত্রপাতির ব্যবস্থা রাখা হয়েছে।”
রিজওয়ানা হাসান বলেন, সরকারের পাশাপাশি শিল্প মালিক ও স্থানীয় জনগণকেও নদী রক্ষায় দায়িত্ব নিতে হবে। “শিল্পবর্জ্য ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা একসঙ্গে কাজ করলেই নদীগুলোকে বাঁচানো সম্ভব,” যোগ করেন তিনি।
তিনি আরও জানান, সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলিথিনবিরোধী অভিযান নিয়মিত চলছে। অনুষ্ঠানে সুইডেন দূতাবাস, পরিবেশ অধিদপ্তর, পানিসম্পদ মন্ত্রণালয় ও বিভিন্ন পরিবেশ সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0