দুর্নীতিকে দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা উল্লেখ করে তা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পিরোজপুর-১ আসনের এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
শনিবার (২৫ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “যে-ই ক্ষমতায় এসেছে, কোনো না কোনোভাবে দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে দেশের ক্ষতি করেছে। এই দুর্নীতিই আজ আমাদের উন্নয়নের পথে বড় বাঁধা।”
তিনি অভিযোগ করেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার বাংলাদেশ থেকে লুট হয়েছে।”
মাসুদ সাঈদী বলেন, “৫ আগস্টের পর দেশ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা দুর্নীতিবাজের স্থান হবে না। দুর্নীতির সঙ্গে জড়িত যেই-ই হোক, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।”
তিনি দাবি করেন, দেশে লুটপাট ও অব্যবস্থার রাজনীতি বন্ধ করতে একমাত্র জামায়াতে ইসলামীই সক্ষম। “জামায়াতের মন্ত্রী, এমপি ও জনপ্রতিনিধিরা দায়িত্ব পালনের সময় দুর্নীতি না করে প্রমাণ করেছেন— সদিচ্ছা থাকলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালনা সম্ভব,” বলেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0