বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

Nov 2, 2025 - 15:07
Nov 4, 2025 - 01:40
 0  0
বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দেশ এখন একরকম অনিশ্চিত সময় পার করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আদর্শ থেকেই বিএনপি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাচ্ছে।”

এদিকে সকালে পৃথক এক কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই সনদ ইস্যুতে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

তিনি বলেন, “জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয়, বর্তমান সরকার টিকতে পারবে না। তবে আমরা এখনই প্রতিবাদের ভাষা ব্যবহার না করে ধৈর্য ধারণ করছি। এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি।”

বিএনপি জানায়, ৭ নভেম্বরকে কেন্দ্র করে ঘোষিত ১০ দিনের এ কর্মসূচির মধ্যে থাকবে দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0