সামনের নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই : মো. তারেক রহমান

Oct 30, 2025 - 20:27
Oct 30, 2025 - 20:35
 0  1
সামনের নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই : মো. তারেক রহমান

আম জনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেছেন, সামনে নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই। এই কথাটি আমরা ইনিয়েবিনিয়ে বলিনি, স্পষ্ট করে বলেছি। যারা জনগণের সামনে যেতে ভয় পাচ্ছেন, তারা যাইয়েন না। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

মো. তারেক রহমান বলেন, যে অপরাধে লীগকে-জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছেন, জামায়াত তার চেয়ে বহুগুণ বড় অপরাধী। জনগণ কাউকে গ্রহণ করলে আপনারা কিছু দল মিলে বাদ দেওয়ার কে? আপনারা কারা, আপনারা কি সব জনগণের প্রতিনিধি? সামনে সব দলের অংশগ্রহণ না হলে বড় দল হিসেবে বিএনপিকে এর দায় নিতে হবে। 

তিনি বলেন, আমরা স্পষ্ট করছি, একটা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমি একা প্রেস ক্লাবে লাগাতার এক মাস অবস্থান কর্মসূচি করেছিলাম। সেই সময় বাঘ-ভালুকেরা আমার পাশে গিয়ে সংহতি জানাতেও ভয় পেত।

জাতীয় নির্বাচনের দিনে ইসি অভিমুখে যাত্রা শুরু করেছিলাম। পুলিশ আমাদের ওপর হামলে পড়ে। মাত্র ২৫-৩০ জন সাহসী মানুষ সাথে পেয়েছিলাম।

আমি দৃঢ়ভাবে এখনো বলছি, সব দলের অংশগ্রহণ লাগবে, এটা ছাড়া নির্বাচন বয়কট করব আমরা। জুলাইয়ে যারা অপরাধ করেছে তাদের বিচার আমরা চাই। শুধু তাই না, গণ-অভ্যুত্থান হয়ে যাওয়ার পর শান্ত দেশে যারা গাজী টায়ার লুট করে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তাদের বিচারও আমরা চাই। গণ-অভ্যুত্থানে গিয়েছি ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। যেসব নির্দোষ পুলিশ মারা গেছে, তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাই।


তারেক রহমান আরো বলেন, আজ সেই ভয়ংকর কাজটিই করছি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0