সিলেট — গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মঙ্গলবার বিকেলে সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত এক সভায় বলেন, দেশের ও জাতির স্বার্থে যদি প্রয়োজন হয় অন্য কারো সঙ্গে জোট হয়ে নির্বাচন করতে তারা প্রস্তুত। তবে সেই পরিস্থিতিতেও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ নিজ নিজ দলীয় মার্কায় নির্বাচনে অংশ নেবেন।
নুরুল হক নুর সভায় জানান, “জোটে নির্বাচন করলেও আমরা আমাদের দলীয় পরিচয় বজায় রেখেই লড়ব — আমাদের প্রার্থী প্রস্তুত থাকবে।” তিনি আরও বলেন, “অন্যান্য রাজনৈতিক দলের মতে পুণ্যভূমি সিলেট থেকেই গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগের কাজ শুরু করা হলো।”
সভায় নুর দাবি করেন, “এখন সময় এসেছে একটি ভোটের মধ্যমে নতুন বিপ্লব সফল করার।” তিনি গণসংযোগ বৃদ্ধি ও স্থানীয় সমর্থন জোরদারে নেতাকর্মীদের উদ্দেশ্যে অনুরোধ করেন।
স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা সভায় উপস্থিত ছিলেন এবং নুরের আহ্বানকে উৎসাহজনক হিসেবে গ্রহণ করেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0