আরেফিন শুভর সঙ্গে প্রেম নিয়ে বিন্দু বললেন, ‘ছোট ছিলাম, বাচ্চা ছিলাম’

Dec 22, 2025 - 13:40
 0  0
আরেফিন শুভর সঙ্গে প্রেম নিয়ে বিন্দু বললেন, ‘ছোট ছিলাম, বাচ্চা ছিলাম’
শুভ ও বিন্দু

একসময় ছোট ও বড় পর্দার পরিচিত মুখ ছিলেন আফসান আরা বিন্দু। নিয়মিত অভিনয়, আলোচনায় থাকা জুটি আর দর্শকের ভালোবাসা—সব ছেড়ে দীর্ঘদিন ছিলেন আড়ালে। প্রায় এক দশক পর হঠাৎ একটি পডকাস্টে এসে নিজের ক্যারিয়ার, বিরতি এবং ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।

২০০৬ সালে ‘লাক্স–চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন আফসান আরা বিন্দু। সৌন্দর্য ও সাবলীল অভিনয়ের কারণে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন তিনি। শুরুর দিকেই তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। এরপর ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘জাগো’ ও ‘এই তো প্রেম’–এর মতো ছবিতে কাজ করে বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করেন। ‘এই তো প্রেম’ সিনেমায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে তার অভিনয় তখন বেশ আলোচনায় ছিল। একই সময়ে টিভি নাটকেও নিয়মিত কাজ করে ছোট পর্দায়ও জনপ্রিয়তা পান তিনি।

একাধিক নাটকে আরেফিন শুভর সঙ্গে বিন্দুর জুটি দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পায়। পর্দার রসায়নের পাশাপাশি একসময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়ায়। কাজের সময় পারস্পরিক বোঝাপড়া ও অভিনয়ের স্বাভাবিকতা দর্শকের মনে জায়গা করে নেয়।

তবে ২০১৪ সালের পর হঠাৎ করেই আড়ালে চলে যান বিন্দু। অভিনয় তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিলেন প্রায় অনুপস্থিত। প্রায় এক দশক পর ২০২৩ সালে ‘উনিশ২০’ নামের একটি ওয়েব ফিল্মে আবারও আরেফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে পর্দায় ফেরেন তিনি। ওয়েব ফিল্মটি দর্শকের প্রশংসা পেলেও এরপর আবারও নীরবতায় ফিরে যান বিন্দু।

এই দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো পডকাস্টে অতিথি হয়ে কথা বলেন তিনি। মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমের যৌথ আয়োজনে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে নিজের অভিনয়জীবন, বিরতি এবং ব্যক্তিগত নানা প্রসঙ্গ তুলে ধরেন বিন্দু। আরেফিন শুভর সঙ্গে পর্দার রসায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘পর্দায় তার সঙ্গে আমার রসায়ন সত্যিই খুব ভালো। এটা এসেছে আমাদের দুজনের ভালো বোঝাপড়া থেকে।’ শুভসহ যাঁদের সঙ্গে কাজ করেছেন, সবাই সহযোগিতাপূর্ণ ছিলেন বলেও জানান তিনি। দর্শকের এই পছন্দ ‘উনিশ২০’–তেও স্পষ্ট হয়েছে বলে তার ধারণা।

প্রেমের গুঞ্জন ভাঙার প্রসঙ্গে সঞ্চালকের প্রশ্নে কিছুটা ইতস্তত হয়ে বিন্দু বলেন, ‘ছোট ছিলাম, বাচ্চা ছিলাম… বিপজ্জনক প্রশ্ন!’ পরে যোগ করেন, ‘কেন সম্পর্ক ভেঙে গেল—এর উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হতেই হবে, এমন কোনো কথা নেই। আমরা তখন কাজ নিয়েই এতটা ডুবে ছিলাম যে এর বাইরে কিছু ভাবার সুযোগই হয়নি।’

ভবিষ্যতে আবার আরেফিন শুভর সঙ্গে কাজ করবেন কি না—এ প্রশ্নে বিন্দু স্পষ্ট করে জানান, সুযোগ এলে তার আগ্রহ আছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আবারও একসঙ্গে কাজ করতে চান তিনি।

দীর্ঘ নীরবতার পর এই খোলামেলা উপস্থিতি নতুন করে আলোচনায় এনেছে আফসান আরা বিন্দুকে। নিয়মিত অভিনয়ে তিনি ফিরবেন কি না—সে অপেক্ষায় এখন দর্শক।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0