সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় অবশেষে হত্যা মামলা হয়েছে। গত ২১ অক্টোবর দায়ের হওয়া এই মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার আসামিদের কেউ যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “সালমান শাহ হত্যা মামলার যেসব আসামি দেশে আছেন, তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদিন আগে ইমিগ্রেশন বিভাগে প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়েছে।”
২১ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রমনা থানায় এই মামলা করেন। এজাহারে সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডনসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। সে সময় তাঁর বাবা কমর উদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন। পরে ১৯৯৭ সালের নভেম্বরে সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলা হয়।
দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম আদালতে ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন, যেখানে বলা হয়—সালমান শাহ আত্মহত্যা করেছেন, খুন করা হয়নি। প্রতিবেদনে আত্মহত্যার পেছনে পাঁচটি কারণও উল্লেখ করা হয়।
তবে সালমান শাহর মা নীলা চৌধুরী সেই প্রতিবেদনে আপত্তি জানিয়ে বলেন, তাঁর ছেলে হত্যা হয়েছেন। পরবর্তীতে ২০ অক্টোবর আদালত নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে, এবং ঘটনাটিকে হত্যা হিসেবে বিবেচনা করে মামলা করার নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশের ভিত্তিতেই নতুন এই হত্যা মামলা দায়ের করা হয়।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0