‘পাসপোর্ট আর জুতোজোড়া আব্বুর কাছে পৌঁছে দিও’ — রায়হানের শেষ ইচ্ছা

‘পাসপোর্ট আর জুতোজোড়া আব্বুর কাছে পৌঁছে দিও’ — রায়হানের শেষ ইচ্ছা

Oct 26, 2025 - 01:54
Oct 26, 2025 - 17:27
 0  1

চট্টগ্রামের বাঙ্গো নূরের জোরালগঞ্জ ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের দরবেশ আলী সারেং বাড়ির বাসিন্দা সাইফ উদ্দিন মো. রায়হান (২১) দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। মৃত্যুর আগে সফরসঙ্গীদের কাছে তাঁর শেষ ইচ্ছা ছিল — “পাসপোর্ট আর জুতোজোড়া আব্বুর কাছে পৌঁছে দিও।”

ঘটনাটি ঘটেছে অবৈধ সড়কপথে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে জাম্বিয়ার পাহাড়ি জঙ্গলে। পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুর সাত দিন পর গত সোমবার (২০ অক্টোবর) রাত ১টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেজবার্গে বসবাসরত তাঁর পিতা সালাউদ্দিনের কাছে রায়হানের মৃত্যুসংবাদ পৌঁছায়।

রায়হান ছিলেন ২০২৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী। তাঁর আরও দুই ভাই — সিয়াম উদ্দিন রিহান ও আল আমিন আবির।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে ইথিওপিয়া যান রায়হান। সেখান থেকে দালাল চক্রের মাধ্যমে সড়কপথে আফ্রিকার গভীর জঙ্গলে প্রবেশ করেন। পাহাড়ি দুর্গম পথে হাঁটতে হাঁটতে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে জাম্বিয়ার পাহাড়ি পথে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

রায়হানের সফরসঙ্গীরা জানান, স্থানীয় কৃষ্ণাঙ্গ গাইডরা রায়হানকে কাঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে ফেলে রেখে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি সফরসঙ্গীদের অনুরোধ করেন — “আমার পাসপোর্ট আর জুতোজোড়া আব্বুর কাছে পৌঁছে দিয়েন।”

মৃত্যুর পর দালাল চক্র তাঁর লাশ ওই পাহাড়েই পুঁতে ফেলেছে বলে দাবি করেছেন সফরসঙ্গীরা। এতে পরিবারটি লাশ উদ্ধারের অনিশ্চয়তায় পড়েছে।

রায়হানের পিতা সালাউদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন,

“ব্যবসায় সহযোগিতা করতে ছেলেকে নিয়ে আসার পরিকল্পনা করেছিলাম। দালালের কারণে আমার ছেলেকে হারালাম। এমন মৃত্যু কোনো পিতা সহ্য করতে পারে না।”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0