বাংলাদেশ বার কাউন্সিলের বিজ্ঞপ্তি আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

Oct 26, 2025 - 01:39
Oct 26, 2025 - 01:51
 0  3
বাংলাদেশ বার কাউন্সিলের বিজ্ঞপ্তি আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সর্বমোট ৭ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে এই ৭,৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হিসেবে নির্বাচিত হয়েছেন। ফলাফল প্রকাশে স্বাক্ষর করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ)

উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও স্থান পরে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ লাভের প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হয়—
১. এমসিকিউ পরীক্ষা,
২. লিখিত পরীক্ষা,
৩. মৌখিক পরীক্ষা

আইনে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা প্রথমে একজন সিনিয়র আইনজীবীর অধীনে ইন্টিমেশন সম্পন্ন করেন। ছয় মাস পর নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী তারা এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিন ধাপের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীরা বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবী হিসেবে স্বীকৃতি পান এবং সংশ্লিষ্ট জেলা বার অ্যাসোসিয়েশনে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করতে পারেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0