রুক্মিণী নয়, ‘ককপিট’ ছবিতে প্রথমে অভিনয়ের কথা ছিল ফারিন খানের

Dec 20, 2025 - 17:34
 0  0
রুক্মিণী নয়, ‘ককপিট’ ছবিতে প্রথমে অভিনয়ের কথা ছিল ফারিন খানের

কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে সিনেমা করার গুঞ্জন একসময় বেশ জোরালো ছিল। তবে সেটা কি শুধুই গুঞ্জন ছিল, নাকি সত্যি? এতদিন পর সেই রহস্য ফাঁস করলেন ঢালিউড অভিনেত্রী ফারিন খান। জানালেন, দেবের সঙ্গে কাজের খবরটি মোটেও গুজব ছিল না, বরং তিনি অডিশন দিয়ে নির্বাচিতও হয়েছিলেন। পাশাপাশি ক্যারিয়ারের শুরুতে ৪-৫টি সিনেমার কাজ শেষ করার পরও তা মুক্তি না পাওয়ায় নিজের হতাশার কথাও তুলে ধরেন তিনি।

সম্প্রতি কালবেলায় দেওয়া এক সাক্ষাৎকারে ‘ধ্যাততেরিকি’ খ্যাত এই অভিনেত্রী জানান, জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে কলকাতার ‘ককপিট’ সিনেমায় অভিনয়ের সুযোগ এসেছিল তার।

দেবের সঙ্গে কাজের বিষয়ে তিনি বলেন, ‘এটা কোনো গুঞ্জন ছিল না, একদম সত্যি ছিল। আমি কলকাতায় গিয়ে অডিশনও দিয়েছিলাম এবং আমাকে সিলেক্ট করা হয়েছিল। সিনেমাটির নাম ‘ককপিট’। পরে যে চরিত্রটি রুক্মিণী মৈত্র করেছেন (এয়ার হোস্টেস), সেটার জন্যই আমাকে নেওয়া হয়েছিল।’

কেন সেই সিনেমা করা হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সেই সময় ব্যক্তিগত কারণে তিনি কাজ থেকে বিরতি নিয়েছিলেন বা কাজ ছেড়ে দিয়েছিলেন, যার ফলে দেবের প্রোডাকশনের প্রথম বাংলাদেশি আর্টিস্ট হওয়ার সুযোগটি হাতছাড়া হয়।

দেবের সিনেমা হাতছাড়া হওয়ার চেয়েও বড় আক্ষেপ তার ক্যারিয়ারের শুরুর দিকের অন্য সিনেমাগুলো নিয়ে। অভিনেত্রী জানান, তিনি ৪ থেকে ৫টি সিনেমার শুটিং ও ডাবিং পুরোপুরি শেষ করেছিলেন। সিনেমাগুলো সেন্সর ছাড়পত্রও পেয়েছিল, কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান অজানা কারণে সেগুলো আর মুক্তি দেয়নি।

তিনি বলেন, ‘আমার শুটিং ডান, ডাবিং কমপ্লিট। আমাকে তারা পেমেন্টও করেছিল। কিন্তু কাজগুলো কেন রিলিজ করেনি আমি জানি না। শিপন ভাই, রোশান এবং তানভীরের বিপরীতে এই সিনেমাগুলো ছিল।’

আক্ষেপ করে তিনি আরও বলেন, ‘ওই সময়ের সিনেমাগুলো রিলিজ হলে হয়তো আমার ক্যারিয়ারের ক্রেজটা অন্যরকম থাকত। যখন দেখলাম পরপর ৪টা সিনেমা রিলিজ হলো না, তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মনে হয়েছে সিনেমায় আর এফোর্ট না দেই।’

‘অগ্নি ৩’ ও মাহির রিপ্লেসমেন্ট জাজ মাল্টিমিডিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘অগ্নি ৩’-এ মাহিয়া মাহির স্থলাভিষিক্ত হওয়া নিয়েও কথা বলেন তিনি। তিনি স্বীকার করেন যে, তখন তাকে নিয়ে অনেক নিউজ হয়েছিল এবং তিনিও রিপ্লেসমেন্ট হিসেবে আলোচনায় ছিলেন। তবে বর্তমানে ‘অগ্নি ৩’ নিয়ে তার সঙ্গে আর কোনো আলোচনা নেই বলে জানান তিনি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0