প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার খবরের মধ্যেই নতুন করে ব্যবসায়ী ও প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে ববির প্রেমের গুঞ্জন ছড়ায়। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয় একটি কল রেকর্ড, যেখানে ববি ও বাশারের কথোপকথন শোনা যায়।
ফাঁস হওয়া অডিওতে ববি একাধিকবার বাশারকে ভালোবাসেন বলে জানালেও তাদের মধ্যে নানা বিষয় নিয়ে মনোমালিন্যও শোনা যায়।
তবে বিষয়টি সম্পূর্ণ ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন ববি। তার ভাষায়, “এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের আলাপচারিতা জোড়াতালি দিয়ে একটি বানানো অডিও প্রকাশ করা হয়েছে। এক কথার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। মনে হচ্ছে, কেউ ইচ্ছাকৃতভাবে ঝামেলা তৈরি করতে এসব অডিও বানিয়ে ফেসবুকে ছড়িয়েছে।”
কে তার জীবনে ‘ঝামেলা’ তৈরি করছে—এই প্রশ্নের জবাবে স্পষ্ট কোনো উত্তর দেননি ববি। তবে শোবিজ মহলে গুঞ্জন, প্রাক্তন প্রেমিক সাকিব সনেটের দিকেই কি ইঙ্গিত করছেন নায়িকা?
এ বিষয়ে ববি এখনও কোনো আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ নেননি, তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি ঘটনার পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে আইনজীবীর পরামর্শ নিচ্ছেন।