‘আমরা টাকার বিনিময়ে ভাগ্যের চাবি বিক্রি করি নির্লজ্জ ক্ষমতালোভীদের হাতে’

Nov 5, 2025 - 14:25
Nov 7, 2025 - 10:32
 0  0
‘আমরা টাকার বিনিময়ে ভাগ্যের চাবি বিক্রি করি নির্লজ্জ ক্ষমতালোভীদের হাতে’

দুই বছর আগে সিলেটের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান তরুণ গায়ক তাসরিফ খান। বন্যাদুর্গতদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তিনি। মুহূর্তে ভাইরাল হয় সেই লাইভ, আর এরপর দুই মাস ধরে সিলেটবাসীর পাশে ছিলেন এই গায়ক।

দীর্ঘদিন পর আবার সিলেট যাত্রা করেন তাসরিফ। কিন্তু এবার তার অভিজ্ঞতা ছিল হতাশাজনক। ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রজাদের জান গেলে কী আসে যায়?’

তাসরিফ আরও জানিয়েছেন, ‘ঢাকা-সিলেট মহাসড়ক একটা মহা অভিশাপের নাম। গত দুই দিনে যাওয়া-আসার পথে তিনটা জঘন্য অ্যাকসিডেন্ট দেখলাম। এটা জানতেন? জানবেন না, জানার কথা না, কারণ এখানে কোনো রাজা, মন্ত্রী কিংবা সেনাপতির কিছু হয়নি, হয়েছে প্রজাদের!’

তাসরিফের এই পোস্টে অনেক মন্তব্য এসেছে যে, সম্প্রতি সিলেটের যাতায়াত ব্যবস্থা খুব ভালো নেই। পর্যটনের জন্য পরিচিত এই এলাকা বর্তমানে অবহেলায় পড়ে আছে। তিনি লিখেছেন, ‘রাজা-মন্ত্রী আসে আর রাজা-মন্ত্রী যায়, সুযোগে যে যার আখের গোছায়। কাড়াকাড়ি চলে, কে যাবে ক্ষমতায়—প্রজাদের জান গেলে কী আসে যায়?’

সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও সরকারের দায়িত্বশীলদের টনক নড়ে না—এমনটাই মনে করেন এই গায়ক। তিনি বলেন, ‘দশকের পর দশক ধরে সড়কে প্রতিদিন শত শত অ্যাকসিডেন্টের পরও কখনো দেখলাম না দায়িত্বরত কোনো নির্লজ্জ মন্ত্রীকে পদত্যাগ করতে। কিংবা সংশ্লিষ্ট কারও কোনো শাস্তি হতে। গদিতে বসে দোষ চাপানো হয় ওই গরিব ড্রাইভারকে, কিংবা ২০ হাজার থেকে শুরু করে কয়েক লাখ টাকার বিনিময়ে হয় লাশের ক্ষতিপূরণ।’

এ ঘটনাগুলোর জন্য সমাজের মানুষকেই দায়ী করলেন এই গায়ক। তার মতে, ‘আমাদের ভাগ্যে এগুলোই থাকা উচিত, কারণ আমরা ৫০০-১০০০ টাকার বিনিময়ে ভোট দিয়ে আমাদের ভাগ্যের চাবি বিক্রি করে দিই কিছু নির্লজ্জ ক্ষমতালোভীর হাতে।’

তরুণ গায়ক তাসরিফের ব্যান্ড ‘কুঁড়েঘর’ ২০১৬ সাল থেকে আলোচিত হয়ে উঠতে থাকে। তাদের ‘মধ্যবিত্ত’ গান রাতারাতি ভাইরাল হয় এবং অল্প সময়ে আড়াই লাখবার শেয়ার হয়। এই গানটি মধ্যবিত্তদের মনের কথাকে তুলে ধরেছিল। এছাড়া ‘ময়নারে’, ‘সাত রাজার ধন’, ‘তাই তো আইলাম সাগরে’, ‘ব্যাচেলর’সহ অনেক গান দিয়ে ব্যান্ডটি শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0