৫২-তে ঐশ্বরিয়া রাই: সৌন্দর্যের দীপ্তি এখনো অমলিন
বলিউডের বিউটি কুইন ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন আজ ৫২ বছরে পা দিলেন। বয়স কেবল সংখ্যা— তা যেন আরও একবার প্রমাণ করলেন এই তারকা।
সময় পেরিয়ে গেলেও সৌন্দর্য, মাধুর্য ও আত্মবিশ্বাসে এখনো তিনি নব্বই দশকের সেই তরুণী ঐশ্বরিয়া রাই। রূপালী পর্দায় কিংবা জনসমক্ষে, প্রতিটি উপস্থিতিতেই তিনি ছড়ান আভিজাত্যের দীপ্তি।
বিশ্বসুন্দরী খেতাব জয় থেকে শুরু করে বলিউড, হলিউড ও আন্তর্জাতিক ব্র্যান্ড দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঐশ্বরিয়া। বয়স বাড়লেও তার সৌন্দর্যের আভা যেন আরও গভীর হয়েছে।
তিনি প্রমাণ করেছেন— সত্যিকারের সৌন্দর্য কখনো ম্লান হয় না; তা থেকে যায় চোখে, মননে আর অনুপ্রেরণায়।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0