শাকিবের সিনেমার নায়িকা হতে শর্ত দিলেন মিষ্টি জান্নাত।

Oct 30, 2025 - 20:24
 0  2
শাকিবের সিনেমার নায়িকা হতে শর্ত দিলেন মিষ্টি জান্নাত।

মেগাস্টার শাকিব খানের সঙ্গে দুই নায়িকার সিনেমায় কাজ না করার সিদ্ধান্তে অনড় রয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, কোনো সিনেমায় যদি দুই বা তার বেশি নায়িকা থাকেন, তাহলে তিনি সেই প্রজেক্টে যুক্ত হবেন না।

মিষ্টি জানান, “আমি সবসময় শাকিব খানকে বলেছি—দুই নায়িকার ছবিতে আমি কাজ করব না। যদি একক নায়িকা হিসেবে কাজের সুযোগ থাকে, তাহলে অবশ্যই আমি আগ্রহী।”

তিনি আরও বলেন, “আমি অনেক সিনেমা ফিরিয়ে দিয়েছি, কারণ আমি দ্বৈত নায়িকা ছবিতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। এতে নানা রকম ঝামেলা হয়।”

গুঞ্জন প্রসঙ্গে মিষ্টি বলেন, “‘ধামাকা’ মানেই শাকিব খানের সঙ্গে আমার ছবি—এমনটা নয়। দর্শকরা যা শুনেছেন, তা পুরোপুরি অনুমান নির্ভর।”

তবে তিনি যোগ করেন, “আমি কখনও প্রযোজকদের কাছে গিয়ে রিকোয়েস্ট করে কাজ চাই না। সিনেমা আমার প্যাশন, প্রফেশন নয়।”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0